Full width home advertisement

Post Page Advertisement [Top]

জনপ্রিয় গেম অ্যাঙ্গরি বার্ডস এবার পৃথিবীর বুক ছেড়ে মহাকাশের দিকে পা বাড়াচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান রোভিও সম্প্রতি জানিয়েছে, রাগী পাখিগুলোকে মহাশূন্যে পাঠাতে ইতিমধ্যেই নাসা এবং ন্যাশনাল জিওগ্রাফিককে অংশীদার হিসেবে নেয়া হয়েছে। খবর ম্যাশএবল-এর।

রোভিও জানিয়েছে, এই মার্চের ২২ তারিখেই অ্যাঙ্গরি বার্ডসের নতুন সংস্করণ, ‘অ্যাঙ্গরি বার্ডস স্পেস’ মুক্তি পেতে পারে। এর আগেও রোভিও বিভিন্ন সময় বিভিন্ন ‘সিজনাল’ বা মৌসুমী অ্যাঙ্গরি বার্ডস গেম মুক্তি দিয়েছে কোম্পানিটি। এছাড়াও গেমসটিতে প্লাটফর্ম ভেদে আলাদা আলাদা স্টেজ রয়েছে। যেমন ফেসবুকের অ্যাঙ্গরি বার্ডসে রয়েছে এমন কিছু লেভেল যা অন্য কোনো অ্যাঙ্গরি বার্ডস সংস্করণে নেই।

তবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ন্যাশনাল জিওগ্রাফিককে অংশীদার হিসেবে নেয়ার কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, তাদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ডে বাস্তব মহাকাশের ছবি নেয়া হতে পারে।
    সংগ্রহ     

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]