Laptop Fair . . .
"জ্বালো প্রযুক্তির আলো" . . .
স্লোগান নিয়ে ১০ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার-২০১১’ নামের এ মেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ধরে চলবে। মেকার কমিউনিকেশন প্রতিবছরের মতো এবারও মেলার আয়োজন করছে।
দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠপোষক। মেলায় ১৩টি প্যাভিলিয়ন, ৪৫টি স্টল থাকছে। ফেসবুকের
(www.facebook.com/laptopfair) মাধ্যমে মেলার বিভিন্ন ছাড় এবং অন্যান্য হালনাগাদ তথ্যপ্রকাশ করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
'Collected'
স্লোগান নিয়ে ১০ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার-২০১১’ নামের এ মেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ধরে চলবে। মেকার কমিউনিকেশন প্রতিবছরের মতো এবারও মেলার আয়োজন করছে।
দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠপোষক। মেলায় ১৩টি প্যাভিলিয়ন, ৪৫টি স্টল থাকছে। ফেসবুকের
(www.facebook.com/laptopfair) মাধ্যমে মেলার বিভিন্ন ছাড় এবং অন্যান্য হালনাগাদ তথ্যপ্রকাশ করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
'Collected'
Laptop Fair . . .
Reviewed by shakil ahmmed
on
June 04, 2011
Rating:
No comments