আপডেটেড হচ্ছে ম্যাকবুক প্রো

নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ বাজারে আসছে বলেই খবর রটেছে। বিভিন্ন প্রযুক্তিসাইটের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যারা অ্যাপল ল্যাপটপ কেনার চিন্তা করছেন তারা একটু রয়ে সয়ে কিনলেই আনকোরা কনফিগারেশনের ম্যাকবুক প্রো কিনতে পারবেন। খবর সিনেট-এর।

নাইনটুফাইভম্যাক সাইটটি তাদের প্রতিবেদনে বলেছিলো, অক্টোবরের শেষ সপ্তাহে বাজারে আসবে ম্যাকবুক প্রো। কিন্তু অ্যাপল ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, নাইনটুফাইভম্যাকের ঘোষণা করা তারিখের চেয়ে কিছুদিন পরেই আসবে অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো। কারণ ম্যাকবুক প্রো ডিভাইসের অ্যালুমিনিয়াম বডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাচার টেকনোলজির কিছু ফ্যাক্টরি বন্ধ রয়েছে।

জানা গেছে, নতুন মাপের ১৩ ইঞ্চি, ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি স্ক্রিনের তিনটি ডিভাইস বাজারে আনছে অ্যাপল। নতুন ডিভাইসগুলোয় নকশায় কোনো পরিবর্তন না থাকলেও প্রসেসর হিসেবে যোগ হচ্ছে ইনটেলের স্যান্ডিব্রিজ।

উল্লেখ্য, আইভিব্রিজ প্রসেসরযুক্ত ম্যাকবুক প্রো তৈরি করছে অ্যাপল। তবে, সে ডিভাইসগুলো আসতে ২০১২ সাল লেগে যাবে।

নতুন ম্যাকবুক প্রো’ মডেলগুলোর দাম বর্তমানে বাজারে থাকা ম্যাকবুকের দামের মতোই হবে।
আপডেটেড হচ্ছে ম্যাকবুক প্রো আপডেটেড হচ্ছে ম্যাকবুক প্রো Reviewed by shakil ahmmed on October 24, 2011 Rating: 5

No comments

Facebook

Travel everywhere!