অ্যান্ড্রয়েডে নিরাপত্তা ত্রুটি পেল ক্রাউডস্ট্রাইক
ক্রাউডস্ট্রাইক নামের নতুন এই সাইবারসিকিউরিটি ফার্মের গবেষকরা জানিয়েছেন, তারা নিজেরাও বের করেছেন কীভাবে এই ত্রুটির সুযোগ নিয়ে আক্রমণ চালিয়ে কোনো ডিভাইসের নিয়ন্ত্রণ নেয়া যায়। তারা জানিয়েছেন, ইমেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে একটি লিংক পাঠানো হয় ডিভাইসটিতে, যা দেখলে মনে হবে বিশ্বস্ত কোনো জায়গা থেকেই এসেছে। এমনকি ফোন অপারেটরের নামেও লিংকটি আসতে পারে। এতে ক্লিক করলেই ডিভাইসটির নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়।
গবেষকরা স্যান ফ্র্যান্সিসকোতে অনুষ্ঠিতব্য এক কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন। তবে তাদের দাবির প্রতি গুগল প্রতিনিধি কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি।
সংগ্রহ
অ্যান্ড্রয়েডে নিরাপত্তা ত্রুটি পেল ক্রাউডস্ট্রাইক
Reviewed by shakil ahmmed
on
February 26, 2012
Rating:

No comments