ওয়েস্টার্ন ডিজিটালের নতুন বহনযোগ্য হার্ড ডিস্ক

প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৪৮০এমবি ডেটা ট্রান্সফার করতে সক্ষম ওয়েস্টার্ন ডিজিটাল (ডব্লিউডি) ব্র্যান্ডের একটি বহনযোগ্য হার্ড ডিস্ক দেশের বাজারে এসেছে ।

ওজনে হালকা ডব্লিউডি এলিমেন্ট মডেলের পরিবেশ বান্ধব হার্ড ডিস্কটি উইন্ডোজ এবং ম্যাক উভয় অপারেটিং সিস্টেমই সমর্থন করে। ৩.১ ইউএসবি ইন্টারফেসের ৪ দশমিক ৪৩ ইঞ্চি দৈর্ঘ্যরে হার্ড ডিস্কটির পুরুত্ব ১৯ মিলিমিটার।

গড় হিসেবে ওয়েস্টার্ন ডিজিটাল এলিমেন্ট সিরিজের এক টেরাবাইট ধারণ ক্ষমতার বহনযোগ্য হার্ডডিস্কটিতে একইসাথে দুই লাখ ফটো অথবা ৭৬ ঘণ্টার মুভি কিংবা দুই লাখ ৫০ হাজার গান সংরক্ষণ করা সম্ভব।

এক টেরাবাইট ধারণ ক্ষমতার হার্ডডিস্কের দাম ১২ হাজার ৫শ টাকা এবং দুই টেরাবাইটের দাম ১৭ হাজার টাকা।
সংগ্রহ 
ওয়েস্টার্ন ডিজিটালের নতুন বহনযোগ্য হার্ড ডিস্ক ওয়েস্টার্ন ডিজিটালের নতুন বহনযোগ্য হার্ড ডিস্ক Reviewed by shakil ahmmed on March 14, 2012 Rating: 5

No comments

Facebook

Travel everywhere!