Full width home advertisement

Post Page Advertisement [Top]

মাইক্রোসফট তাদের পরবর্তী উইন্ডোজ ফোনে ক্লাউড ব্যাকআপ সার্ভিসটি যোগ করতে পারে। এ সার্ভিসটির মাধ্যমে উইন্ডোজ ফোন ব্যবহারকারী তার ব্যক্তিগত ডেটা মাইক্রোসফট-এর সার্ভারে রাখতে পারবেন। খবর সিনেট-এর।

মাইক্রোসফট জানিয়েছে, কেউ যদি মোবাইল হারিয়ে ফেলে বা কোনো কারণে কোনো সমস্যায় পড়ে তবে ডেটা ক্লাউডে থাকায় তারা সে তথ্য আবারও ফিরে পাওয়া যাবে।

বর্তমানে মাইক্রোসফট-এর ব্যাকআপ সমস্যা সমাধান হিসেবে জুন সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। অর্থাৎ ব্যাকআপ-এর জন্য কম্পিউটারের ওপর নির্ভর করতে হয়। কিন্তু পরবর্তী উইন্ডোজ ফোনগুলোতে সরাসরি মোবাইল থেকেই ব্যাকআপ পাওয়া যাবে।

ক্লাউডভিত্তিক ডেটা ব্যাকআপ-এর বিষয়টি গুগল এবং অ্যাপল আগেই এনেছে।

মাইক্রোসফট তাদের পরবর্তী সংস্করণের মোবাইলে ক্লাউড ব্যাকআপ সমর্থনের কথা বললেও সম্প্রতি বাজারে আসা উইন্ডোজ ফোনগুলো এ সুবিধার আওতায় আসবে কিনা সে বিষয়ে মুখ খোলেনি।
সংগ্রহ

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]