মোবাইল, টিভিতে ফ্ল্যাশ থাকছে না

অ্যাডোবি সিস্টেমস কর্তৃপক্ষ সম্প্রতি মোবাইল ডিভাইস এবং টিভিতে ফ্ল্যাশ প্ল্যাটফর্ম বন্ধ করার পরিকল্পনা করেছে। ফ্ল্যাশ প্লেয়ারের পরিবর্তে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। খবর সিনেট-এর।

অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে,কনজিউমার ইলেকট্রনিক ডিভাইসগুলোতে ব্যবহৃত ওয়েব ব্রাউজারগুলোতে ভবিষ্যতে ফ্ল্যাশ প্লাগ-ইন আর থাকবে না। তবে, যারা এখনও লাইসেন্স নিয়ে ফ্ল্যাশ ব্যবহার করছেন তাদের জন্য ফ্ল্যাশ সুবিধা চালিয়ে যাবার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওপেন স্ক্রিন প্রোজেক্ট নামে ২০০৮ সালে মোবাইল এবং নন-পিসি ডিভাইসগুলোর জন্য ফ্ল্যাশ চালু করেছিলো অ্যাডোবি। নকিয়া,সনি, স্যামসাং, মটোরোলার মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিও হয়েছিলো। কিন্তু অ্যাডোবি সে জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি।

অ্যাডোবি ফ্ল্যাশ বন্ধ করে অ্যাপ তৈরির দিকেই মনোযোগ দেবে বলে কর্তৃপক্ষ পরিকল্পনা করেছে।
. . .সংগ্রহ . . .
মোবাইল, টিভিতে ফ্ল্যাশ থাকছে না মোবাইল, টিভিতে ফ্ল্যাশ থাকছে না Reviewed by shakil ahmmed on November 12, 2011 Rating: 5

No comments

Facebook

Travel everywhere!