তৈরি হলো সার্ক-এর ফেসবুক পেজ


সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)-এর ফেসবুক পেজ তৈরি করেছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষের আরো কাছাকাছি যাওয়া এবং তরুণদের মধ্যে দক্ষিণ এশীয় হিসেবে নিজের পরিচয় প্রকাশ করতে আরো সুযোগ দিতেই এ ফেসবুক পেজটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সার্কের বর্তমান মহাসচিব।

সার্কের সেক্রেটারি জেনারেল ফাতিমা ডি সাইদ ইন্দো-নেপাল লিটারেসি অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালে সার্কের ফেসবুক পেজ খোলার এ  তথ্য জানিয়েছেন।

ফাতিমা ডি সাইদ আরো জানিয়েছেন, ‘আমি আশা করবো সকলেই  ফেসবুকের এ পাতায় যোগাযোগ করবেন।’

সার্কের ৮ টি সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলংকা।
http://www.facebook.com/voiceofsaarc


তৈরি হলো সার্ক-এর ফেসবুক পেজ তৈরি হলো সার্ক-এর ফেসবুক পেজ Reviewed by shakil ahmmed on November 12, 2011 Rating: 5

No comments

Facebook

Travel everywhere!