Full width home advertisement

Post Page Advertisement [Top]

কানাডার গবেষকরা সম্প্রতি প্লাস্টিক থেকে ওএলইডি (অর্গানিক লাইট-এমিটিং ডায়োড) তৈরি করেছেন। গবেষকদের মতে, প্লাস্টিকের তৈরি নতুন এই ডিসেপ্লর কনট্রাস্ট হবে অনেক উন্নত এবং এটি হবে শক্তিসাশ্রয়ী। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর।

ইউনিভার্সিটি অফ টরন্টো-এর গবেষকরা অত্যাধুনিক ইলেকট্রনিক স্ক্রিন হিসেবে প্লাস্টিক ব্যবহার করে জৈব এ ডিসপ্লে তৈরিতে সফল হয়েছেন।

বর্তমানে বাজারে থাকা ডিসপ্লেগুলো তৈরিতে ব্যবহৃত হয় ভারী-ধাতবে তৈরি কাঁচ। কার্যকারিতা ও উজ্জ্বলতা বাড়াতে ধাতব ব্যবহার করা হয় বলে এ ডিসপ্লে তৈরিতে খরচও পড়ে বেশি। কিন্তু গবেষকদের দাবী, প্লাস্টিকের নতুন ডিসপ্লেগুলোতে খরচ অনেক কমে যাবে।

গবেষক ঝেং-হং লু জানিয়েছেন, নমনীয় প্লাস্টিকের এলইডি তৈরির বিষয়টি অনেকদিন ধরেই আমাদের প্রত্যাশা ছিলো। এখন মোবাইল ফোন এবং ছোটো আকারের ডিসপ্লে হিসেবে ওএলইডি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নেচার ফটোনিক্স’ সাময়িকীতে।

 . .সংগ্রহ . . .

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]