Full width home advertisement

Post Page Advertisement [Top]

ফিনিশ মোবাইল জায়ান্ট নকিয়া এবার ট্যাবলেট বাজারে প্রবেশ করতে যাচ্ছে বলেই বিশ্লেষকরা জানিয়েছেন। নকিয়া সিইও স্টিফেন ইলোপ-এর বক্তব্যের সুরেই নাকি নকিয়া’র ট্যাবলেট প্ল্যাটফর্মে যাওয়ার তথ্য লুকিয়ে রয়েছে। খবর সিনেট-এর।

বিশ্লেষকরা ধারণা করছেন, মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা রয়েছে নকিয়ার।

বিশ্লেষকদের মতে, বর্তমানের স্মার্টফোন বাজারে নকিয়ার ভবিষ্যত অনেকটাই সম্প্রতি ঘোষণা দেয়া উইন্ডোজ ৭ চালিত স্মার্টফোনগুলোর ওপর নির্ভর করছে। মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তি নকিয়ার জন্য কতোটুকু ফল বয়ে আনবে তা স্মার্টফোনের জনপ্রিয়তার ওপর নির্ভরশীল।

এদিকে, মাইক্রোসফট ২০১২ সালে উইন্ডোজের অষ্টম সংস্করণের ঘোষণা দিয়ে রেখেছে। এ সংস্করণটির দিকেই নকিয়াসহ অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠানই তাকিয়ে রয়েছে।

নকিয়া সিইও স্টিফেন ইলোপ সম্প্রতি ফিনাশিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এখনই উইন্ডোজনির্ভর ট্যাবলেট বাজারে আনার কথা বলছি না। তবে উইন্ডোজ ফোনের পারফর্মেন্স এবং উইন্ডোজ ৮ এর কার্যকারিতা দেখেই ট্যাবলেটের সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, সম্প্রতি নকিয়া কর্তৃপক্ষ সিমবিয়ান প্ল্যাটফর্ম ছেড়ে উইন্ডোজ ৭.৫ ভিত্তিক লুমিয়া ৮০০ এবং লুমিয়া ৭১০ নামে দুটি উইন্ডোজ ফোন বাজারে এনেছে।

. .সংগ্রহ . . .

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]